১৪৮ কোটি টাকায় বিক্রি হলো সোনার টয়লেট
১৪৮ কোটি টাকায় বিক্রি হলো সোনার টয়লেট ‘আমেরিকা’। ইতালীয় শিল্পী মৌরিজিও ক্যাটেলানের তৈরি এই শিল্পকর্ম ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি এবং সম্পূর্ণ কার্যকরী। সোনার তৈরি এই টয়লেট মূলত অতিধনীদের ব্যঙ্গাত্মক উপস্থাপনা হিসেবে দেখা হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) নিউইয়র্কে সোথেবির নিলামে তোলা হয় ১০১ কেজি ওজনের টয়লেটটি। শুরুতে এক কোটি ডলার দর হাঁকা হলেও শেষ পর্যন্ত এটি বিক্রি হয় ১ কোটি ২১ লাখ ডলারে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৪৮ কোটি টাকারও বেশি।

0 Comments